কামিকা একাদশী কবে;২৩ নাকি ২৪ জুলাই? কামিকা একাদশী ২০২২ | একাদশী পারণের সময়সূচি ২০২২
কামিকা একাদশী কবে;২৩ নাকি ২৪ জুলাই? কামিকা একাদশী ২০২২ | একাদশী পারণের সময়সূচি ২০২২
শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কামিকা একাদশী। শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ-সংবাদে বলা হয়েছে। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তাঁর পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। যিনি ব্রহ্মহত্যা ভ্রুণহত্যা-পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।
আরো পড়ুনঃআমাদের এশিয়া মহাদেশে কামিকা একাদশী পালন করতে হবে ২৪ জুলাই রোজ রবিবার ২০২২ খ্রিস্টাব্দ।
বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃকামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৩শে জুলাই, ২০২২, (বাংলা ০৮ই শ্রাবণ, ১৪২৯) শনিবার দুপুর ২টা ০৫ মিনিট (14:05 PM) থেকে।
কামিকা একাদশী শেষঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৯ই শ্রাবণ, ১৪২৯) রবিবার দুপুর ৩টা ২৫ মিনিট (15:25 PM) পর্যন্ত।
কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৯ই শ্রাবণ, ১৪২৯) রবিবার।
কামিকা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২২, (বাংলা ১০ই শ্রাবণ, ১৪২৯) সোমবার সকাল ১০টা ০১ মিনিটের (10:01 AM) মধ্যে।
ভারতীয় সময় অনুযায়ী একাদশী শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীঃ
কামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৩শে জুলাই, ২০২২, (বাংলা ০৬ই শ্রাবণ, ১৪২৯) শনিবার দুপুর ১টা ৩৭ মিনিট (13:37 PM) থেকে।
কামিকা একাদশী শেষঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৭ই শ্রাবণ, ১৪২৯) রবিবার দুপুর ২টা ৫৬ মিনিট (14:56 PM) পর্যন্ত।
কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২২, (বাংলা ০৭ই শ্রাবণ, ১৪২৯) রবিবার।
কামিকা একাদশীর পারণের সময়ঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২২, (বাংলা ০৮ই শ্রাবণ, ১৪২৯) সোমবার সকাল ৯টা ৩২ মিনিটের (09:32 AM) মধ্যে।
এছাড়া যেসব স্থানে ২৩ জুলাই এই কামিকা একাদশী পালন করতে হবে সেইসব দেশের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ
আমেরিকার ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, ডালাস, টেক্সাস; কানাডার অ্যালবার্টা, সাসক্যাচুয়ান, ব্রিটিশ কলাম্বিয়া; মেক্সিকো, পেরু, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাংশ।
✅ শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রার ৩টি রথ সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য
হরেকৃষ্ণ 🙏