About Us
হরে কৃষ্ণ 🙏
সুধী ভক্তবৃন্দ, গৌর চরণরেণু প্রার্থী
ভক্ত সজ্জন,হরেকৃষ্ণ।
Satcitananda TV(সৎ-চিৎ-আনন্দ টিভি) তে আপনাকে স্বাগতম।
আমাদের উদ্দেশ্য হচ্ছে, Satcitananda TV'র মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিক্ষার ভিত্তিতে সারা পৃথিবীতে মূলত বাংলা ভাষায় প্রচার করার। এখানে আমরা আমাদের বৈদিক শাস্ত্রসমূহের শিক্ষা ও মহাজনদের আদেশ, উপদেশ থেকে শিক্ষা উপস্থাপনের চেষ্টা করবো।
আপনারা সবাই জানেন যে, ইসকন একটি বৈশ্বিক সনাতন ধর্মীয় প্রচার যার ভক্তরা সারা পৃথিবীতে কৃষ্ণভাবনা প্রচার করছে। আমরা চেষ্টা করবো, কিভাবে সারা পৃথিবী ব্যাপী সনাতন ধর্মের প্রচার ও প্রসার ঘটছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার। তাছাড়া আমাদের সকলের মনেই বিভিন্ন প্রশ্ন থাকে! এসকল প্রশ্নের উত্তর প্রদান করে বিভিন্ন পোস্ট দেওয়া হবে। যাতে সকলের মঙ্গল এবং সবাই জানতে পারি ধর্মীয় শাস্ত্র গ্রন্থ সম্পর্কে।
আমাদের বিশ্বাস, আমাদের এ পথচলায় আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং যার যার অবস্থান থেকে এ চ্যানেলের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। হরিবোল।
আমাদের ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/satcitanandatv
এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের চিত্র, লাইভ ভিডিও,ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদির তথ্য উপস্থাপন করা হয়। আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের নিকট চির কৃতজ্ঞ।
আমাদের ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UClJJ_5bELchKbm8frBoqphQ
এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের চিত্র, লাইভ ভিডিও,ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদির তথ্য উপস্থাপন করা হয়।আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের নিকট চির কৃতজ্ঞ।
সকলের কাছে শেয়ার করে আমাদের এই প্রচারকে আরো অগ্রসর করতে সাহায্য করুন। হরিবোল। হরেকৃষ্ণ। ধন্যবাদ।