Rath Yatra 2022 রথযাত্রা কবে? উল্টো রথযাত্রা কবে? জানুন বিস্তারিত...
Rath Yatra 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ জুলাই। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এই দিনই জগন্নাথ, বলদেব ও সুভদ্রা রথে করে মাসির বাড়ি যান।প্রচলিত বিশ্বাস অনুযায়ী এবং শাস্ত্র অনুযায়ী বর্ণিত আছে যে,
রথস্থ বামনাং দৃষ্টা,পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপর খর্বাকৃতি বামন শ্রীশ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। অতএব ধার্মিক হিন্দু বিশ্বাস করেন যে, রথের রশি ছোঁয়ার থেকে বড় পূণ্য আর কিছুতে হয় না।
শ্রীজগন্নাথের বামন অবতার যে রথে! আর সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না।
সাধারণত আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়। তাহলে চলুন দেখে নিই এই বছরে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে-
2022 রথযাত্রা কবে?
আগামী ১ জুলাই,শুক্রবার ২০২২ পালিত হতে যাচ্ছে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রা। পুরীতে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।সবাই রথে রশি টেনে নিয়ে যায় তাদের মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে।
2022 উল্টো রথযাত্রা কবে?
আগামী ৯ জুলাই, শনিবার ২০২২ পালিত হবে উল্টো রথযাত্রা। এই দিনে পুনরায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন।
Rath Yatra 2022 রথযাত্রা-সময়-নির্ঘণ্টঃ
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
---|---|---|
নেত্র উৎসব | বুধবার | ২৯ জুন |
রথযাত্রা | শুক্রবার | ১ জুলাই |
হেরা পঞ্চমী | মঙ্গলবার | ৫ জুলাই |
উল্টো রথযাত্রা | শনিবার | ৯ জুলাই |
উল্লেখ যে, গত ৩ মে জগন্নাথদেবের চন্দন যাত্রা সম্পন্ন হয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটি সম্পন্ন হয়। এই দিনটিকে চন্দন পূর্ণিমাও বলা হয়ে থাকে। এরপর স্নান যাত্রা পালিত হয়েছে ১৪ জুন মঙ্গলবার দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমার দিন এদিন ১০৮ কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। স্নানযাত্রার পরই কাঁপুনি দিয়ে জ্বর আসে তিন ভাইবোনের। ১৪ দিনের জন্য নিভৃতবাসে থাকেন তাঁরা। এই সময় পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে। জ্বর থেকে সেরে উঠে তাঁরা রথে করে মাসির বাড়ি বেড়াতে যান।
নেত্র উৎসব ও হেরা পঞ্চমীঃ
নেত্র উৎসব পালিত হবে আগামী ২৯ জুন। পূণ্যস্নানের পর মনে করা হয় জগন্নাথদেবের জ্বর আসে। ১৫ দিন ধরে এই সময় তাঁকে ঘরোয়া পথ্য খাওয়ানো হয়। এই ১৫ দিন কেটে গেলে শুরু হয় নেত্র উৎসব, যা ২০২২ সালে ২৯ জুন পড়েছে। গুন্ডিচা যাত্রা ১ জুলাই। সেই দিন মাসির বাড়ি যান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। এটিই জগন্নাথের রথযাত্রা নামে পরিচিত। এরপর হেরা পঞ্চমী পড়েছে ৫ জুলাই, মঙ্গলবার।