জগন্নাথদেবের রথের রশি ছুঁলে কী ফল পাওয়া যায়?? শাস্ত্রে কি উল্লেখ আছে

জগন্নাথদেবের রথের রশি ছুঁলে কী ফল পাওয়া যায়??
রথের রশিতে টান দিলেই হবে পূণ্যলাভ-এই বিশ্বাস চিরকালীন। চিরশাশ্বত সেই বিশ্বাস থেকেই জগন্নাথদেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। কিন্তু এই পূণ্যলাভ করার বিশ্বাসের বাইরে রথের রশি ছুঁলে আর কি কি ফল পাওয়া যেতে পারে???

জগন্নাথদেবের রথের রশি ছুঁলে কী ফল পাওয়া যায়??

  •  ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। এর বাইরেও অনেকের বিশ্বাস, শ্রীপুরুষোত্তমের চাকার নীচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায়।
  • ইন্দ্রনীলময় পুরাণের মতে "পুনর্জন্ম ন ভূঞতে", অর্থাৎ জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। শ্রীজগন্নাথের বামন অবতার যে রথে! আর সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না।
  • সূতসংহিতায় রয়েছেঃ- রথস্থ বামনাং দৃষ্টা,পুনর্জন্ম ন বিদতে। অর্থাৎ রথের উপর খর্বাকৃতি বামন শ্রীশ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। অতএব ধার্মিক হিন্দু বিশ্বাস করেন যে, রথের রশি ছোঁয়ার থেকে বড় পূণ্য আর কিছুতে হয় না।
  • রথযাত্রার এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে-
গুন্ডিচাখ্যং মহাযাত্রা যে পশ্যন্তি মুদনিতাঃ
সর্বপাপ বিনির্মুক্তা তে যান্তি ভুবন মম।

 অর্থাৎ জগন্নাথদেব বলছেন,গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে।
  • রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয়,বেশির ভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেন। টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি ক'রে ছোট ছেলে-মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেন। বড়রাও পরেন। মানুষের বিশ্বাস, এই মাদুলি সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করবে। অসুখ-বিসুখ হলেও তাড়তাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে।
  • অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন। ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠেন। এ রকম কারও মাথায় রশির টুকরো অংশ ছুঁইয়ে দিলে কিংবা তার বালিশের নীচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না।
  • স্কন্দপুরাণ,বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে,জগন্নাথদেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। 
আরো পড়ুনঃ
তাই আসুন আমরা সকলেই জগন্নাথ রথ যাত্রায় রথের রশি টেনে জগন্নাথদেবকে মাসির বাড়ি নিয়ে যাই।
জয় জগন্নাথ 🙏
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url