Pavitropana Ekadashi 2022 পবিত্রারোপণী একাদশী ২০২২ কবে? পারণের সময়সূচি সহ বিস্তারিত...
পবিত্রারোপণী একাদশী কবে?
শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম পবিত্রারোপণী একাদশী। এই পবিত্র একাদশী পবিত্রারোপণী একাদশীর উপবাস তারিখ ৮ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ, রোজ সোমবার।
একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। ‘উপ’ মানে নিকটে, ‘বাস’ মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা।
একাদশী হলো ভগবানকে সন্তুষ্টি করার উপায় সরূপ। একাদশী পালন করলে ভগবান খুশি হন। এছাড়া শাস্ত্রে উল্লেখ আছে যে,
একাদশীর দিন একাদশী পালন না করলে অর্থাৎ পঞ্চ রবিশস্য গ্রহণ করলে মাতা-পিতা হত্যার সমান পাপ ভোগ করতে হয়।
তাই আসুন, আমরা সকলেই এই পবিত্র একাদশী পালন করি এবং সকলকে উপবাস করার জন্য উদ্বুদ্ধ করি।
এছাড়া চিকিৎসা শাস্ত্রও বর্তমানে বলছে, মাসে অন্তত দুই দিন উচিত পাকস্থলীকে বিশ্রাম দেওয়া। এতে পূর্বের তুলনায় পাকস্থলী আরো বেশি কার্যকর হয়। যা বর্তমানে প্রমাণিত। একাদশীর দিন যেসব পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, তাদের তালিকা নিম্নরূপ ছবিতে প্রদর্শিত হলোঃ
একাদশী পারণ
পবিত্রারোপণী একাদশীর পারণ পরদিন সকাল অর্থাৎ
৯ আগষ্ট, রোজ মঙ্গলবার ২০২২ খ্রি.