দুর্গাপূজার নির্ঘণ্ট ২০২২ | Durga Puja 2022 দূর্গা পূজোর সময়সূচি ২০২২ | বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী

দুর্গাপূজার নির্ঘণ্ট ২০২২| Durga Puja 2022 দূর্গা পূজোর সময়সূচি ২০২২| বাংলাদেশ ও ভারতীয় সময়

বাংলাদেশ সময় অনুযায়ী দুর্গাপূজার সময়সূচিঃ

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২২
(সূর্যসিদ্ধান্ত মতানুযায়ী)
বঙ্গাব্দঃ- ১৪২৯, খ্রীষ্টাব্দঃ- ২০২২
[বাংলাদেশের প্রমাণ সময়ানুযায়ী]

দেবীর গজে আগমন। ফল – শস্যপূর্ণা বসুন্ধরা।
দেবীর নৌকায় গমন। ফল – শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

শ্রীশ্রীদুর্গাষষ্ঠী
১৪ই আশ্বিন (১লা অক্টোবর),শনিবার। ষষ্ঠী রাত্রি ০৯:০৬ পর্যন্ত।
পূর্বাহ্ণ ০৯:৪৯ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৭:২২ গতে পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।

সন্ধ্যাবেলা শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন,আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী
১৫ই আশ্বিন (২রা অক্টোবর),রবিবার - সপ্তমী রাত্রি ০৬:৫২ পর্যন্ত৷ পূর্বাহ্ণ ০৯:৪৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১:২৩ গতে ১২:১২ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।

মহাষ্টমী
১৬ই আশ্বিন (৩রা অক্টোবর),সোমবার - মহাষ্টমী অপরাহ্ণ ০৪:২৯ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:৪৯ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৭:২২ মধ্যে পুনরায় সকাল ০৮:৫০ এরপর পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ,কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপূজাঃ বিকাল ০৪:০৫ থেকে ০৪:৫৩ এর মধ্যে।বলিদানঃ বিকাল ০৪:২৯ গতে।

মহানবমী
১৭ই আশ্বিন (৪ঠা অক্টোবর),মঙ্গলবার - মহানবমী দিবা ০২:০৩ পর্যন্ত। সকাল ০৭:২২ পূর্বাহ্ণ ০৯:৪৯ মধ্যে (বারবেলানুরোধে মধ্যে পুনরায় সকাল ০৮:৫০ এরপর পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা।

পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ।

বিজয়া দশমী
১৮ই আশ্বিন (৫ই অক্টোবর),বুধবার – দশমী সকাল ১১:৪০ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:৪৯ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৮:৫০ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। বিজয়াদশমী কৃত্য।

দুর্গাপূজার নির্ঘণ্ট ২০২২ | Durga Puja 2022 দূর্গা পূজোর সময়সূচি ২০২২ | বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী

ভারতীয় সময় অনুযায়ী দুর্গাপূজার সময়সূচিঃ

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট ২০২২
(সূর্যসিদ্ধান্ত মতানুযায়ী) 
বঙ্গাব্দঃ ১৪২৯, খ্রীষ্টাব্দঃ ২০২২
[ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী]

দেবীর গজে আগমন। ফল – শস্যপূর্ণা বসুন্ধরা।
দেবীর নৌকায় গমন। ফল – শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

শ্রীশ্রীদুর্গাষষ্ঠী
১৪ই আশ্বিন (১লা অক্টোবর),শনিবার। ষষ্ঠী রাত্রি ০৮:৩৬ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:২৮ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৭:০০ গতে পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।

সন্ধ্যাবেলা শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন,আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী
১৫ই আশ্বিন (২রা অক্টোবর),রবিবার - সপ্তমী সন্ধ্যা ০৬:২২ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:২৭ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১:০১ গতে ১১:৫০ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।

মহাষ্টমী
১৬ই আশ্বিন (৩রা অক্টোবর),সোমবার - মহাষ্টমী অপরাহ্ণ ০৩:৫৯ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:২৭ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৭:০০ মধ্যে পুনরায় সকাল ০৮:২৮ এরপর পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ,কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপূজাঃ বিকাল ০৩:৩৫ থেকে ০৪:২৩ এর মধ্যে।বলিদানঃ বিকাল ০৩:৫৯ গতে।

মহানবমী
১৭ই আশ্বিন (৪ঠা অক্টোবর),মঙ্গলবার - মহানবমী দিবা ০১:৩৩ পর্যন্ত। সকাল ০৭:০০ পূর্বাহ্ণ ০৯:২৭ মধ্যে (বারবেলানুরোধে মধ্যে পুনরায় সকাল ০৮:২৮ এরপর পূর্বাহ্ণ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা।

পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ।

বিজয়া দশমী
১৮ই আশ্বিন (৫ই অক্টোবর),বুধবার – দশমী সকাল ১১:১০ পর্যন্ত। পূর্বাহ্ণ ০৯:২৭ মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৮:২৮ মধ্যে) - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। বিজয়াদশমী কৃত্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url