শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রার বিগ্রহ এমন কেন? জানুন গ্রন্থে কি বলা হয়েছে...

জগন্নাথ, বলদেব, সুভদ্রা

'জগন্নাথ' মানে হলো "জগতের নাথ"।

শ্রীশ্রী জগন্নাথের রথ যাত্রা দর্শন করতে যাব, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, জগন্নাথ দর্শন করার মতো আমাদের কি চক্ষু আছে ?

অন্ধীভূত চক্ষু যার বিষয় ধূলিতে ।

কিরূপে সে পরতত্ত্ব পাইবে দেখিতে ॥

আমাদের চক্ষু বিষয় ধূলিতে অন্ধ হয়ে গিয়েছে। আমরা কি করে জগন্নাথদেবকে দেখতে পাব বলুন?

তবে শ্রীশ্রী জগন্নাথ আমাদের নাথ; তিনি অবশ্যই আমাদেরকে সৌভাগ্য দান করবেন।

অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করেন, "জগন্নাথদেবের বিগ্রহ কি করে হল,আর দেখতে এমনই বা কেন ?" এই সম্বন্ধে প্রাচীন ও সুন্দর ইতিহাস আছে । চলুন জেনে নিই...



Next Post
No Comment
Add Comment
comment url